এয়ারবেসের কাছে ভেঙে পড়ল মিগ বিমান


বিকানের: ভেঙে পড়ল মিগ বিমান। শুক্রবার বিকানিরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। নাল এয়ারবেসের কাছে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার ওই বিমানটি।

বিকানেরের শোভা সর কি ধানি এলাকায় পড়েছে বিমানের ধ্বংসাবশেষ। তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচেছেন তার পাইলট। তিনি ভেঙে পার আগেই লাফিয়ে পড়েন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একজন কর্নেলকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাখির ধাক্কায় এই ঘটনা ঘটে।
 
এই মিগ বিমান থেকে মিসাইল ছুঁড়েই পাক বিমান ধ্বংস করে দেন পাইলট অভিনন্দন। গত ২৭ ফেব্রুয়ারি তিনি পাকিস্তানের যুদ্ধবিমানকে তাড়া করতে মিগ-২১ নিয়েই ছুটে যান। কিন্তু পাকিস্তানের ওপারে মিগ-২১ ক্রাশ করে যাওয়াতে পাকিস্তানের দিকে পড়ে যান বায়ুসেনার এই এয়ারকমান্ডার।

সামরিক পর্যবেক্ষকরা বলছেন, অভিনন্দন ভার্তমানই প্রথম পাইলট, যিনি মিগ যুদ্ধবিমান নিয়ে ধ্বংস করেছেন মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। এর আগে কোনও মিগ বিমান এত বড় সাহসিকতা দেখাতে পারেনি।

গত বছর এরকমই একটি দুর্ঘটনায় ভেঙে পড়ে মিগ বিমান। হিমাচল প্রদেশের কাংরায় ভেঙে পড়েছিল ওই বিমান।

বিমানটি পাঠানকোটের দিক থেকে আসছিল। সেইসময় এই দুর্ঘটনা ঘটে। নিহত হন বিমানের পাইলট। ধরমশালা থেকে ৭০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। এই ঘটনারও আগে গত বছরেই কাশ্মীরের অনন্তনাগে ভেঙে পড়ে মিগ-২১। ঘটনায় পাইলটের মৃত্যু হয়।