শবরীমালা মন্দিরে শুধু সপ্তাহে একদিন ঢুকতে পারবেন মহিলারা, সর্বদল বৈঠকে প্রস্তাব


তিরুঅনন্তপুরম: শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন মহিলারা ৷ তবে, রোজ নয় ৷ সপ্তাহের যেকোনও একটা দিন স্থির করা হবে ৷ সেই দিনটাতেই শুধুমাত্র মহিলারা প্রবেশ করতে পারবেন মন্দিরে ৷ এমনটাই জানালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷

শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পরও মন্দির চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না মহিলাদের ৷ আক্রান্ত হচ্ছেন মহিলা সাংবাদিকেরাও ৷ পরিস্থিতি সামলাতে সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷

যদিও এই সর্বদলীয় বৈঠক থেকে সরে দাঁড়ায় কংগ্রেস এবং বিজেপি ৷ তাদের বক্তব্য, শবরীমালা নিয়ে যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটি প্রয়োগ করতে আরও একটু বেশি সময় নেওয়া উচিত পিনারাই সরকারের ৷ আর সেটি নিয়েই সুপ্রিম কোর্টের থেকে অনুমতি নিক সরকার ৷

পাশাপাশি, মন্দিরে মহিলাদের প্রবেশকে কেন্দ্র করে এক ভিন্ন নিয়ম তৈরি করেছে কেরল সরকার ৷ ছেলে এবং মহিলাদের মন্দিরে প্রবেশের ক্ষেত্রে আলাদা দিন স্থির করা হবে ৷ শবরীমালা ইস্যু-তে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে ৷ শবরীমালা মন্দির নিয়ে সুপ্রিম কোর্ট রায় মানতে নারাজ কংগ্রেস-বিজেপি ৷ মন্দিরের চিরাচরিত ঐতিহ্য বজায় রাখতেই বদ্ধপরিকর তাঁরা ৷ অন্যদিকে, বাম-শাসিত সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ প্রয়োগ করতে বদ্ধপরিকর ৷ তাদের দাবি, মন্দিরের দরজা সবসময় সকলের জন্যই খোলা রয়েছে ৷