লোকসভার আগেই বাংলার গ্রামে তৈরি হবে ৫ হাজার কিমি নতুন রাস্তা


আগামী বছরের লোকসভা ভোটের আগেই গ্রাম বাংলার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে নতুন পরিকল্পনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার। রাজ্যের বিভিন্ন জেলার গ্রামীণ এলাকায় সবমিলিয়ে মোট ৫ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরির কথা ভেবেছে সরকার।

এই আর্থিক বর্ষ শেষের আগেই কাজ সম্পূর্ণ করার কথা ভাবা হয়েছে। ৩১ মার্চের মধ্যে রাস্তা তৈরির কাজ সেরে ফেলতে চাইছে মমতার সরকার। গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের অধীনে এই রাস্তাগুলি তৈরি হবে। ইতিমধ্যে টেন্ডারের কাজ শুরু হয়ে গিয়েছে।

এই মুহূর্তে রাস্তা তৈরিতে রাজ্য সরকারকে ৪০ শতাংশ খরচ দিতে হয়। ১ কিমি রাস্তা তৈরিতে খরচ হয় প্রায় ৫০ লক্ষ টাকা। তবে রাস্তা তৈরি করা কন্ট্রাক্টরদের প্রথম পাঁচ বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে।

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পরে সাত বছরে ১৬ হাজার ৩৮০ কিমি রাস্তা তৈরি করা হয়েছে। বেশিরভাগ রাস্তাই এক লেনের। নতুন যে রাস্তা হবে তা দুই লেনের হবে বলে সরকার সূত্রে খবর।