জয়েন্ট এন্ট্রান্স মেন-এর প্রথম ২০-তে ৬ বন্ধু


কোটা: জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার প্রথম ২০ স্থানাধিকারীর মধ্যে জায়গা করে নিলেন রাজস্থানের কোটার একই কোচিং সেন্টারে পড়াশোনা করা ৬ বন্ধু। এঁরা হলেন পার্থ লাতুরিয়া, ভাস্কর গুপ্ত, নভনীল সিংঘল, লে জৈন, কর্ণ আগরওয়ালা ও যশ গুপ্ত। ২ বছর আগে ওই কোচিং সেন্টারেই প্রথম দেখা হয় তাঁদের।

এই ৬ তরুণ এসেছেন দেশের নানা জায়গা থেকে। কোচিং সেন্টারের যাবতীয় প্রশ্নের মোটামুটি একই রকম জবাব দিতেন তাঁরা, নম্বরও পেতেন কাছাকাছি। সেখান থেকে বন্ধুত্বের শুরু। আর এখন ৬ জন মিলে কার্যত একটা পরিবার। কেউ কোনও সমস্যায় পড়লে বাকিরা পাশে এসে দাঁড়ান, উৎসাহ দেন একে অপরকে। যে হেতু জয়েন্টের প্রস্তুতি নিতে তাঁরা পরিবার থেকে অনেক দূরে এসে বসবাস শুরু করেন, তাই এই সমর্থন জরুরি ছিল, নাহলে হতাশা ঘিরে ধরার সম্ভাবনা থাকে।

এই ছাত্ররা জানিয়েছেন, তাঁদের মধ্যে প্রতিযোগিতার প্রশ্ন ছিল না, বরং পড়াশোনা নিয়ে আলোচনা চলত।

লে জৈন ও যশ গুপ্ত কোটার ছেলে। বন্ধুদের জন্য হোস্টেলেই থেকে যেতেন তাঁরা। আপাতত তাঁরা দুজন ভিয়েতনামে, যোগ দিতে গিয়েছেন এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে। বাকি ৪ জন ব্যস্ত ২০ তারিখ হতে চলা জয়েন্ট এন্ট্রান্ত অ্যাডভান্সড-এর চূড়ান্ত প্রস্তুতিতে।