পর্যটন শিল্পে ভারতের আয় বাড়ল ১৭.৯ শতাংশ


নয়াদিল্লি: ভারতকে যত বেশি বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় করা যাবে ততই তারা ভ্রমণের স্বাদ নিতে ছুটে আসবে এই দেশে ৷ আর তারই জেরে এদেশের রাজকোষে জমা পড়বে বিদেশি মুদ্রা৷ সদ্য শেষ হওয়া আর্থিক বছরে ভারতীয় পর্যটন শিল্পের পক্ষে ভালই গিয়েছে ৷

২০১৮ র মার্চে বিদেশি মুদ্রায় আয় বেড়েছে ১৭.৯ শতাংশ ৷ প্রতি মাসে পর্যটন মন্ত্রক বিপুল পরিমান ভারতীয় এবং বৈদেশিক মুদ্রা আয় করেছে৷ ২০১৮ তে ভারতের পর্যটন মন্ত্রকের বিদেশি মু্দ্রায় আয়ের পরিমাণ ছিল ১৭,২৯৪ কোটি টাকা৷ গত দুই বছরে আয় ছিল যথাক্রমে ১৪,৬৬৭ কোটি এবং ১২,৯৮৫ কোটি ৷ সুতরাং, দেখাই যাচ্ছে ভারতীয় পর্যটন শিল্প একটি নতুন আকারে আত্মপ্রকাশ করেছে৷

২০১৮ জানুয়ারী-মার্চে বিদেশি মুদ্রা ৫২,৯১৬ কোটি, যেখানে বৃদ্ধি ছিল ১৫.৫ শতাংশ৷ ২০১৭ সালে জানুয়ারী-মার্চে FEEs ছিল ৪৫, ৮১৯ কোটি৷ বৃদ্ধি ছিল ১৩.৬ শতাংশ ২০১৬ র জানুয়ারী-মার্চের তুলনায়৷