শিল্পশহর হলদিয়ার প্রযুক্তিগত উন্নয়নের সহযোগিতায় জাপান


হলদিয়া: শিল্প শহর হলদিয়ায় সৌন্দর্যায়ন, দূষণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, পরিবহণ, নিকাশি-সহ শহরের উন্নয়নের জন্য কয়েকটি ক্ষেত্রে কারিগরী, প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতার জন্য জাপানি কনসাল-সহ জাপানি প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক করল হলদিয়া পুরসভা৷

বৃহস্পতিবার হলদিয়া পুরসভায় আসেন কলকাতার জাপানি কনস্যুলেটের কনসাল জেনারেল মাসাইউকি তাগা-সহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা৷ এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ জাপানি কনসাল হলদিয়া পুরসভায় যান৷ তাঁর সঙ্গে ছিলেন আরও চার সদস্যের আধিকারিকদের প্রতিনিধি দল৷

এদিন প্রায় ঘন্টা খানেক ধরে চলে বৈঠক৷ বৈঠকে জাপানিজ প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক-সহ সমস্ত কাউন্সিলর ও আধিকারিকগণ৷ এদিন পুরসভায় বৈঠকের হলদিয়া বন্দরে প্রশাসনিক ভবনে বন্দরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও হয়৷ হলদিয়া বন্দর-সহ শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তিনি৷

পুরসভার চেয়ারম্যান শ্যামলকুমার আদক বলেন, ''শিল্প শহর হলদিয়ায় প্রযুক্তিগত উন্নয়নের জন্য জাপানি কনসাল জেনারেল মাসাইউকি তাগা সহ প্রতিনিধিদলকে আমন্ত্রন জানানো হয়েছিল৷ তাঁরা আমাদের আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার পুরসভায় বৈঠকে যোগদান করেন৷ বৈঠকের মাধ্যমে দুই দেশের প্রযুক্তিগত উন্নয়ন ঘটবে বলে মনে করা হচ্ছে৷''