কামরায় মহিলার প্রসব, চলন্ত ট্রেন থামিয়ে নজির রেলের

শিলিগুড়ি: মানবিকতার নজির গড়ল ভারতীয় রেল ৷ ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেসে এক মহিলার হঠাৎই প্রসব যন্ত্রণা শুরু হয় ৷ ট্রেনটি তখন অসমের তিনসুকিয়া থেকে মির্জাপুরে যাচ্ছিল ৷ চলন্ত ট্রেনেই কন্যা সন্তানের জন্ম দেন প্রসূতি ৷

জানা গিয়েছে, ট্রেনে জন্ম নেওয়া এই সদ্যজাত শিশুর জন্য তৎপর হয়ে ওঠেন রেল কর্মীরা ৷ নাজিরা রেল স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে মা-সদ্যজাতকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করানো হয় ৷ এখন মা-শিশু দুজনেই সুস্থ আছেন ৷

রেলের এই মানবিক পদক্ষেপে সহযাত্রীরা খুশি হয়ে প্রশংসাও করেন ৷ রেলের তরফ থেকে জানানো হয়েছে শিশু-মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ নম্বর ১৮২ সব সময়ে খোলা থাকছে ৷ যে কোনও সময়ে অসুবিধার কথা জানিয়ে মিলবে সুবিধা ৷