মাঝ আকাশে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান


ওয়াশিংটন: মাঝ আকাশে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান৷ বুধবার ঘটনাটি ঘটে মার্কিন মুলুকের জর্জিয়াতে৷ সিএনএন জানিয়েছে, সি-১৩০ হারকিউলিস যুদ্ধবিমানে পাঁচ জন ক্রু মেম্বার ছিল৷ পুয়ের্তো রিকো থেকে সেটি জর্জিয়ার অভিমুখে যাচ্ছিল৷ সাভানার হিলটন হেড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতেই যুদ্ধবিমানটি দুর্ঘটনার কবলে পড়ে৷ তাঁরা সকলেই মারা গিয়েছেন বলে জানা গিয়েছে৷

এয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র আর পারসোনা এই দুর্ঘটনাটিকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন৷ সিএনএনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, বিমানে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা সকলেই মারা গিয়েছে৷ কিন্তু এই মুহূর্তে মৃতের সংখ্যা জানাতে চাই না৷

দুর্ঘটনার খবর পেয়ে টুইটারে দেশবাসীকে নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করার আবেদন জানান৷ টুইট করে তিনি লেখেন, সি-১৩০ যুদ্ধবিমানের ভেঙে পড়ার খবর আমাকে একটু আগে জানানো হয়েছে৷ আসুন আমরা একসঙ্গে নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করি৷

এখনও অবধি মৃতদের নাম পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি৷ দুর্ঘটনার কারণ কী তাও স্পষ্ট নয়৷ মার্কিন বায়ু সেনার তরফ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিমানটিকে পুয়ের্তো রিকোতে একটি বিশেষ ট্রেনিং মিশনে পাঠানো হয়েছিল৷ আরিজোনা হয়ে আসার পথে সেটি দুর্ঘটনার কবলে পড়ে৷