ফের নতুন পরিষেবা নিয়ে হাজির রেল, এবার আরও সহজে কাটতে পারবেন তৎকাল টিকিট


নয়াদিল্লি: ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে নতুন সুবিধা পেতে চলেছেন যাত্রীরা ৷ এবার তৎকাল ও ই টিকিট বুক করার জন্য নতুন পেমেন্ট মেকানিজম নিয়ে এল আইআরটিসি ৷ IRCTC e-wallet ব্যবহারকারীরা এবার থেকে তৎকাল ও ই টিকিট মোবাইল অ্যাপ IRCTC Rail Connect এর মাধ্যমে বুক করতে পারবেন ৷ সম্প্রতি ট্যুইটে এই বিষয়ে জানিয়েছে আইআরটিসি ৷

১৯৯৭ সালে তৎকাল পরিষেবা চালু করে রেল ৷ এর মাধ্যমে যাত্রার একদিন আগে টিকিট কাটতে পারবেন যাত্রীরা ৷ এসি- র ক্ষেত্রে বুকিং শুরু হয় সকাল ১০টায় ৷ নন এসি-র ক্ষেত্রে বুকিং শুরু হয় ১১ টায় ৷ বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া কনফার্ম তৎকাল টিকিট ক্যানসেল করলে কোনও রকম অর্থ ফেরত পাওয়া যায় না। এই পরিষেবার অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

এবার থেকে আইআরসিটিসি-র ওয়ালেটের মাধ্যমে এই পরিষেবা পেয়ে যাবেন যাত্রীরা ৷ এর জন্য নিজের নাম রেজিষ্টার করাতে হয় ৷ IRCTC ওয়েবসাইটের মাধ্যমে নাম রেজিষ্টার করা যায় ৷ ব্যবহারকারী নিজের লিস্টে সর্বাধিক ছ'টি ব্যাঙ্কের অ্যাকাউন্ট রাখতে পারবেন যেখান থেকে পেমেন্ট করতে পারবেন ৷ এছাড়া IRCTC's e-wallet service এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন যাত্রীরা ৷ অন্যান্য ওয়ালেট ব্যবহার করেও টিকিটের দাম মেটানো যাবে।