মেট্রোয় আবার ধুন্ধুমার, কোটি টাকার সোনা উদ্ধার!


তল্লাশির সময়ে সোনা পাচারকারী একবার জানায় যে, সে দমদম যাবে, আবার পরক্ষণেই বলে জোঁড়াসাকো যাবে। ব্যক্তির জবানবন্দীতে অসঙ্গতি থাকায় মেট্রোকর্মীদের সন্দেহ হয় তার উপরে।

সোনা অথবা যে কোনও মূল্যবান জিনিস ট্রেনে বা মেট্রোর মাধ্যমে পাচার করার ঘটনা নতুন নয়। ৩ এপ্রিল এই ঘটনা ঘটল শহরের দমদম মেট্রোয়।জনৈক ব্যক্তি ১৬ প্যাকেট সোনা খামে করে নিয়ে দমদম মেট্রো থেকে ওঠে। কিন্তু মেটাল ডিটেক্টারের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে ধরা পড়ে যায়।

এর পরেই তল্লাশি চালিয়ে মেট্রোকর্মীরা তার থেকে সর্বমোট ৪ কেজি সোনা উদ্ধার করে। এর মূল্য এক কোটি টাকার কাছাকাছি। 

তল্লাশির সময়ে সোনা পাচারকারী একবার জানায় যে, সে দমদম যাবে, আবার পরক্ষণেই বলে জোঁড়াসাকো যাবে। ব্যক্তির জবানবন্দীতে অসঙ্গতি থাকায় মেট্রোকর্মীদের সন্দেহ হয় তার উপরে। এর পর দমদম মেট্রো কর্তারা তাকে সিঁথি থানার পুলিশের হাতে তুলে দেয়। 

পুলিশ তদন্ত করে জানতে পারে, ওই ব্যক্তি বড়বাজারে যাচ্ছিল সোনার বিভিন্ন দোকানে সোনা বিক্রির জন্য। উদ্ধার করা সোনার মধ্যে বেশির ভাগই কানের দুল। পুলিশের সন্দেহ। এই ৪ কেজি সোনা হয়তো চোরাই মাল।