ষষ্ঠ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মুখে মেরি কম, সামনে শুধু হানা


উত্তর কোরিয়ার কিম হিয়্যাং মি-কে হারিয়ে বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতার ফাইনালে উঠলেন মেরি কম। ষষ্ঠ সোনা জেতার লক্ষ্যে তাঁর সামনে ইউক্রেনের হানা ওখোটা। 

বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতার ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে উত্তর কোরীয় প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করলেন ৩৫ বছর বয়েসি মেরি কম। বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতার ইতিহাসে ইতোমধ্যে তিনি একাধিক নজির গড়তে সফল হয়েছেন।

শনিবার প্রতিযোগিতার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ইউক্রেনের হানা ওখোটা। তিনি সেমিফাইনালে জাপানের মাদোকা ওয়াডাকে হারিয়েছেন।

এই প্রতিযোগিতার ইতিহাসে এ পর্যন্ত পাঁচটি সোনা ও একটি রুপো জয় করেছেন মণিপুরের কিংবদন্তী বক্সার। ২০১০ সালে তিনি শেষ বার বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন। 

চলতি প্রতিযোগিতার আগে পর্যন্ত আয়ারল্যান্ডের কিংবদন্তী মহিলা বক্সার কেটি টেলরের সঙ্গে পদক সংখ্যার বিচারে সমান সমান ছিলেন মেরি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে টেলরের সংগ্রহ ৫টি সোনা এবং একটি ব্রোঞ্জ পদক। বর্তমানে তিনি পেশাদার বক্সিংয়ের সঙ্গে জড়িত।