অমৃতসর ট্রেন দুর্ঘটনায় দায়ী সাধারণ মানুষের গাফিলতি, তদন্ত রিপোর্ট


চন্ডীগড়: অমৃতসরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলকে ক্লিনচিট দিল সিসিআরএস(চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি)৷ সিসিআরএসের তদন্ত রিপোর্টে বলা হয়েছে, সেদিনের ভয়াবহ দুর্ঘটনার জন্য রেল কোনওভাবেই দায়ী নয়৷ বরং যারা সেদিন রেল লাইনে দাঁড়িয়েছিল তাদের গাফিলতিতে ঘটে দুর্ঘটনা৷

দশমীর দিন রেললাইনের ওপর এবং পাশে দাঁড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের 'দশেরা' উৎসবে জড়ো হয়েছিল অগুণতি মানুষ। আর সেই সময় ভিড়ের ওপর দিয়ে দ্রত গতিতে চলে যায় ট্রেন। তাতে ৬০ জন মানুষ প্রাণ হারান৷ আহত হয় আরও বেশি৷ এই দুর্ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেন প্রত্যক্ষদর্শীরা৷ কিন্তু সিসিআরএসের রিপোর্ট বলছে অন্য কথা৷ সেই রিপোর্টে মানুষের গাফিলতিকেই দায়ী করা হয়েছে৷

তবে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে৷ বলা হয়েছে, এবার থেকে কোনও মেলা বা ব়্যালির আয়োজন করা হলে জেলা প্রশাসনকে আগে থেকে রেল কর্তৃপক্ষকে জানাতে হবে৷ আগাম জানা থাকলে তাহলে সেই মতো সাবধানতা অবলম্বন করা যাবে৷ এর আগে অমৃতসর ট্রেন দুর্ঘটনা নিয়ে ৩০০ পাতার একটি তদন্ত রিপোর্ট জমা পড়ে পঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে৷

জলন্ধরের ডিভিশনার কমিশনার বি পুরুষার্থর করা সেই তদন্ত রিপোর্ট জমা পড়ার পরই তা খুঁটিয়ে ভালো করে খতিয়ে দেখার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ রিপোর্টে ১৫০ জনের বয়ান নথিভুক্ত করা হয়৷ পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধুর স্ত্রী নভোজত কৌরের বয়ানও রেকর্ড করা হয়৷ সেদিনের দশেরার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিধুর স্ত্রী৷ বিরোধী অকালি দল অবশ্য সেই তদন্ত রিপোর্ট মানতে নারাজ৷ তাদের দাবি নভজ্যোত কৌর ও অনুষ্ঠান আয়োজককারীদের বিরুদ্ধে ফৌজদারী ধারায় মামলা শুরু করতে হবে৷