জম্মু-কাশ্মীর বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল


জম্মু-কাশ্মীরে রাজনৈতিক ডামাডোল চরমে। রাজ্যে সরকার গঠনের জন্য দাবি জানালেন পিপলস কনফারেন্স নেতা সাজিদ লোন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি। এর মধ্যেই বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল সত্যপাল মালিক। 

আগামী ১৯ ডিসেম্বর জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় শাসনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে রাজ্যে সরকার গঠন নিয়ে বুধবার দিনভর রাজনৈতিক মহলে আলোচনা চলে। অতীতের তিক্ততা ভুলে এ নিয়ে পাশাপাশি আসার ইঙ্গিত দেয় ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি। শোনা যায়, কংগ্রেসও এই জোটের বিষয়ে আগ্রহী। বিষয়টি জানতে পেরে সক্রিয় হয় বিজেপি শিবিরও। মতপার্থগ্যগত বিরোধিতা থাকলেও পিপলস কনফারেন্স নেতা সাজিদ লোনকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করে তারা।

এর মধ্যেই সন্ধ্যায় রাজ্যে সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি পাঠান পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা তাঁর পক্ষে আছে বলে চিঠিতে দাবি করেন তিনি। পরে ট্যুইট করে পিডিপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, ফ্যাক্সের মাধ্যমে তিনি চিঠি পাঠানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এমনকী রাজ্যপালকে ফোন করলেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি।

এদিকে, এর কিছুক্ষণের মধ্যে রাজ্যপালের আপ্ত সহায়ককে হোয়াটসঅ্যাপে সরকার গঠনের দাবিপত্র পেশ করেন সাজিদ। ৮৭ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় সরকার গঠনের জন্য ন্যুনতম ৪৪ জন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। বিজেপি'র ২৬ এবং অন্যান্য ১৮ বিধায়কের সমর্থন তাঁর পক্ষে আছে বলে দাবি করেন সাজিদ। 

এর মধ্যেই রাজভবন থেকে বিধানসভা ভেঙে দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। এর বিরুদ্ধে বিরোধীরা আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছে বলে সূত্রের খবর।