অনেকটাই কমল তেলের দাম: দেখে নিন কত হল কলকাতায়


নয়াদিল্লি: ফের একধাপ কমল পেট্র-ডিজেলের দাম। বুধবার দামে কোনও পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার বেশ খানিকটা কমল দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনুসারেই এই নতুন দাম ধার্য করা হয়েছে।

পেট্রোলের দাম কমেছে ৪৩ পয়সা প্রতি লিটার এবং ডিজেলের দাম কমেছে ৪৮ পয়সা প্রতি লিটার। দাম কমার পর দিল্লিতে পেট্রলের দাম হল ৭৫.৯৭ টাকা প্রতি লিটার ও ডিজেলের নতুন দাম হল ৭০.৯৭ টাকা প্রতি লিটার। মুম্বইতে দাম হল যথাক্রমে ৮১.৫০ টাকা প্রতি লিটার ও ৭৪.৩৪ টাকা প্রতি লিটার।

চেন্নাই ও কলকাতায় ডিজেলের দাম হল ৭৮.৮৮ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৭৯.৩১ টাকা প্রতি লিটার। নভেম্বরে এই নিয়ে পেট্রলের দাম ৩ টাকা ডিজেলের দাম মোট ২ টাকা কমল।

সম্প্রতি ইরান থেকে তেল রফতানিতে কিছুটা হালকা মনোভাব পোষণ করেছে আমেরিকা। আটটি দেশকে আপাতত ইরান থেকে তেল রফতানি করার অনুমতি দিয়েছে। এই দেশগুলির মধ্যে রয়েছে ভারত, চিন, দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক, ইতালি, আরব আমিরশাহী ও তাইওয়ান।