পড়াশোনা শিঁকেয়, ছাত্রদের দিয়ে স্কুল পরিষ্কারের অভিযোগ


বহরমপুর: স্কুলে বন্ধ পড়াশোনা৷ শিক্ষকরা নিজেরাই দায়িত্ব নিয়ে পড়াশোনা লাটে তুলে দিয়েছে৷ ছাত্রদের দিয়ে স্কুল পরিষ্কার করাচ্ছে তারা৷ ঘটনাটি কান্দি কুমার বিমল চন্দ্র পুর প্রাথমিক বিদ্যালয়ের৷

সপ্তাহের প্রথম দিন সোমবার মুর্শিদাবাদের কান্দি পুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকারা ঘরে বসে আছেন৷ অন্যদিকে ছাত্রদের দিয়ে চলছে স্কুল পরিষ্কারের কাজ। যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পুর এলাকার বাসিন্দারা। অভিভাবকদের অভিযোগ স্কুলে পাঠানো হয় পঠন পাঠন করার জন্য৷ কিন্তু এ তো পুরো ভিন্ন ছবি। পড়াশোনার বদলে ছাত্রদের দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করানো হচ্ছে স্কুল চত্বর। স্কুলের মধ্যে এমন কাণ্ড দেখে হতবাক অভিভাবকরা।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক আশিস দাস। তিনি জানান, ছাত্ররা নিজেরা উদ্যোগ নিয়ে এই পরিষ্কার করছেন৷ আমাদের স্কুলের পরিচালিকা আছেন৷ কিন্তু আজকে আসেননি৷ আগামী দিনে আর এরকম ঘটনা হবে না বলে তিনি জানান৷

ঘটনা প্রকাশ্যে আসতেই শিক্ষা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কুল ছুট ঠেকাতে যেখানে শিক্ষা দফতরের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে৷ ঠিক তখনই মুর্শিদাবাদের কান্দি পুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের দিয়ে স্কুল পরিষ্কার করাচ্ছে শিক্ষকরা৷ এই নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।