সামরিক ঘাঁটির কাছেই আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ


কাবুল: ফের গাড়িবোমা বিস্ফোরণ আফগানিস্তানে৷ সোমবার মধ্য আফগানিস্তানের ওয়াদক প্রদেশের মিলিটারি ঘাঁটির কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ যায় কমপক্ষে ১২ জনের৷ আহতের সংখ্যা ২৭৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

প্রভিনশিয়াল গভর্ণর রহমান মঙ্গলের বক্তব্যকে তুলে ধরে টোলো নিউজ জানিয়েছে, স্থানীয় সময়ানুসারে সকাল ৭টা নাগাদ এই বিস্ফোরণ হয়৷

সামরিক ঘাঁটি যেখানে আফগানিস্তানের স্পেশাল ফোর্সরা রয়েছেন, তার কাছে এই বিস্ফোরণ ঘটায় অনেকেই মনে করছে এই ঘাঁটিকেই হয়তো টার্গেট করা হয়েছিল৷

এই আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে তিন আক্রমণকারীও খতম হয়৷ এদিকে নিরাপত্তা রক্ষীদেরও অনেকে প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে, তবে কতজন, তা এখনও স্পষ্ট নয়৷

পরে তালিবান এই হামলার দায় স্বীকার করেছে৷ প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে আক্রমণের জন্য বারবারই তালিবান আত্মঘাতী হামলাকেই বেছে নিয়েছে৷ এবারেও এই তালিবানি হামলায় প্রাণ হারিয়েছে ১২ জন৷ তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷