এবার ট্রেনের টিকিট বুকিংয়ের টাকা ফেরত্‍ পাবেন মুহূর্তের মধ্যে


নয়াদিল্লি: যাত্রীদের সুবিধার্থে রেলমন্ত্রক নিয়ে এল আরও এক অভিনব ব্যবস্থা৷ যেখানে বাতিল হয়ে যাওয়া ট্রেন টিকিটের দাম ফেরৎ পাওয়া যাবে নিমেষের মধ্যে৷ শুক্রবার একটি অফিসিয়াল ট্যুইটের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে দেন IRCTC কর্তৃপক্ষ৷ বুকিংয়ের সময় ব্যবহৃত অ্যাকাউন্টের মাধ্যমেই টাকা ফেরৎ পাবেন যাত্রীরা৷ ট্রেনটি শুরু থেকে শেষ স্টেশন পর্যন্ত বাতিল হলে তবেই প্রযোজ্য হবে পদ্ধতিটি৷

এবিষয়ে আরও জানতে চোখ রাখতে হবে IRCTC র অফিসিয়াল ওয়েবসাইটে (www.irctc.co.in)৷ এছাড়া, টিকিট বুক করার জন্য IRCTC সাইট কিংবা ভারতীয় রেলওয়ের কম্পিউটারাইজড যাত্রী সংরক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে পারেন৷

তৎকাল টিকিট বুক করার জন্য কয়েকটি বিষয়ের দিকে নজর রাখা বিশেষ জরুরি৷ সকাল ১০ থেকে AC ক্লাসের যাত্রীরা বুকিং করতে পারবেন৷ অন্যদিকে, নন AC বুকিং শুরু হয় বেলা ১১ টায়৷ উভয়ক্ষেত্রেই একদিন আগে বুকিংটি করতে হবে৷ বুকিং পদ্ধতিটি শুরু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই সমস্ত টিকিট বুক হয়ে যায়৷ তাই, তৎকাল বুকিংয়ের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন৷ একটি ইউজার ID থেকে ২ টি টিকিট বুক করা যাবে৷ পাশাপাশি সাধারণ টিকিটের বুকিংটি শুরু হয় ১২০ দিন পূর্বে৷

ভারতীয় রেলওয়ের ই-টিকিটিংয়ের শাখাটি তৎকাল টিকিট সহ অন্যান্য ই-টিকিট বুকিংয়ের জন্য একটি নতুন পেমেন্ট ব্যবস্থা নিয়ে এসেছে৷ IRCTC Rail Connect র মাধ্যমে যাত্রীরা ই-টিকিট বুক করতে পারবেন৷ তবে, এটি শুধুমাত্র IRCTC ই-ওয়ালেট ইউজাররা সুবিধাটি পাবেন৷ এটির দ্বারা তদকালীন টিকিটও বুক করা যাবে৷ যাত্রীরা আগাম টাকা জমা করতে পারবেন IRCTC ই-ওয়ালেটে৷ যেটি পরে টিকিট বুকিংয়ের খাতে খরচ করতে পারবেন ইউজাররা৷