'গণতন্ত্রকে ধর্ষণ করেছে মমতার পুলিশ'


বহরমপুর: মমতা বন্দ্যোপাধ্যয়ের পুলিশ ও দলের গুন্ডাবাহিনী মিলিতভাবে সন্ত্রাস করে বাংলার গণতন্ত্রকে ধর্ষণ করছে৷ রাজ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ভোট প্রচারে মুর্শিদাবাদ এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ শুক্রবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙা মহুলা এলাকায় নির্বাচনী জনসভা করেন তিনি৷

সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, ''যেখানে শাসকদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জয় লাভ করে সেখানে সুষ্ঠ পরিবেশ থাকতে পারে না। এর থেকেই স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর শাসকদলের গুন্ডাবাহিনী হেরে যাওয়ার ভয়ে মিলিতভাবে বাংলার গণতন্ত্রকে ধর্ষণ করেছে৷''

একই সঙ্গে তাঁর দাবি, ''যে ৬৬ শতাংশ আসনে ভোট হবে, সেখানে বিজেপি ভালো ফল করবে৷ পঞ্চায়েত ভোট দিয়ে শুরু হল, আগামিদিনে আরও অনেক কিছু দেখতে পাবেন৷''

মমতার জমানায় মহিলারা সুরক্ষিত নন, উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ করে বিজেপির রাজ্য সভাপতির প্রশ্ন, ''পঞ্চায়েতে চোর, ডাকাতরা বসে থাকলে উন্নয়ন হবে কী করে? তাই পঞ্চায়েত থেকেই পরিবর্তনের পরিবর্তন করতে হবে।'' একই সঙ্গে তাঁর দাবি, ''অন্য রাজ্যে উন্নয়নে পিছিয়ে ছিল, তারা এখন উন্নয়নে এগিয়ে যাচ্ছে আর পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। বাংলায় উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে৷''

বিজেপি সারা দেশজুড়ে উন্নয়ন করছে দাবি করে তাঁর বক্তব্য, ''বাংলার মানুষ এখন বুঝে গিয়েছেন বিজেপি উন্নয়ন করবে৷ তাই রাজ্যের সাম্প্রতিক প্রতিটি নির্বাচনে বিজেপির আসন বাড়ছে, ভোট বাড়ছে৷ আমাদের ভোট বাড়ছে দেখে শাসকদল ভয় পেয়ে আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে৷ ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করাচ্ছে।''

একই সঙ্গে বাংলার মানুষের প্রতি দিলীপবাবুর আহ্বান, ''বাংলার মানুষ এগিয়ে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিন, তবেই সুষ্ঠ গনতন্ত্র পরিবেশ তৈরি হবে।''