ভাগ্নিকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ করায় মারধর মা ও মেয়েকে


তমলুক: কথায় আছে 'মামা ভাগ্নি যেখানে, ভয় নেই সেখানে'৷ তবে এই ঘটনা শুনলে আপনার ধারণা পালটে যেতে পারে৷ নিজের ভাগ্নিকে ধর্ষণ করার চেষ্টার অভিোগ উঠল মামার বিরুদ্ধে৷

অভিযোগ, আর তার প্রতিবাদ করলে মা ও মেয়েকে অত্যাচারের শিকার হতে হল৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহিদ মাতঙ্গিনী ব্লকের সিউড়ি গ্রামে। অভিযুক্ত সম্পর্কে ছাত্রীর কাকিমার ভাই শম্ভুনাথ দাস৷
 
স্থানীয় সূত্রে খবর, সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ছাত্রীটির৷ পারিবারিক অভাবের কারণে ছাত্রীর মা অন্যের বাড়িতে কাজ করে৷ তাই স্কুল না থাকায় বাড়িতে একাই বেশিরভাগ সময় কাটায় ওই ছাত্রী৷ আর এই সুযোগকেই কাজে লাগাল ছাত্রীর 'কংস' মামা৷ সে ছাত্রীকে একা পাওয়ার সুযোগে বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণ ও শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ৷

ঘটনার প্রতিবাদ করলে মারধর, এমনকী খুন করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতার। এদিকে অন্যের বাড়ির কাজ শেষ করে বাড়িতে এসে সব শোনেন নির্যাতিতার মা৷ ঘটনার প্রতিবাদ করলে নির্যাতিতা ও তার মাকেও মারধর করে অভিযুক্ত৷ মা ও মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত শম্ভুনাথ দাস৷

পরে প্রতিবেশীদের চেষ্টায় আহত ছাত্রী ও তার মাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ছাত্রীটি হাসপাতালের বিছানা থেকেই তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।

আহত থাকায় এখনও তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে তমলুক থানার পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ জমা পড়লেই বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা গ্রহণ করা হবে৷