বেতনে বিলম্ব, অসহযোগিতার হুমকি জেটের পাইলটদের


মুম্বই : চলতি বছরের মধ্যে পরপর দু'বার আর্থিক ক্ষতির মুখে পড়ে টালমাটাল জেট উড়ান সংস্থা। যার সরাসরি প্রভাব পড়েছে কর্মীদের বেতনের উপর। গত জুন মাসে সমস্ত কর্মীদের বেতন ২৫ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য পাইলটদের ইউনিয়নের প্রবল বাধায় সেই সিদ্ধান্ত স্থগিত রাখে জেট কর্তৃপক্ষ। গত আগস্টে বেতন হয়েছে অনেক দেরি করে। এমাসেও জেটের পাইলট এবং ইঞ্জিনিয়ারদের বেতন এখনও হয়নি বলে খবর। ক্ষুব্ধ পাইলট এবং ইঞ্জিনিয়াররা 'অসহযোগিতা'র পথে হাঁটার হুমকি দিয়েছেন।

১৯৯৩ সালে শিল্পপতি নরেশ গোয়েলের হাত ধরে ভারতে যাত্রা শুরু করে জেট এয়ারওয়েজ। বর্তমানে জেটের ২৪ শতাংশ শেয়ারের মালিক সংযুক্ত আরব আমিরশাহির উড়ান সংস্থা এতিহাদ। কিন্তু চলতি অর্থবর্ষের মধ্যে পরপর দু'বার বিপুল ক্ষতির মুখে পড়ে জেট। প্রথম দফায় লোকসান হয় ১ হাজার ৩৬ কোটি টাকা। দ্বিতীয় দফায় সেই ক্ষতি একলাফে বেড়ে হয় ১ হাজার ৩০০ কোটি। এই আর্থিক ধাক্কা সামলে উঠতে পারেনি জেট। এখন অনিয়মিত বেতন হওয়ায় প্রবল ক্ষুব্ধ বিমানের পাইলটরা। চলতি সপ্তাহের শুরুতে সংস্থার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় পাইলটরা বলেছেন, বেতন আটকে রাখা নিয়ে কোনও আগাম ঘোষণা ছিল না। এটা অত্যন্ত সিরিয়াস ইস্যু। এখন পাল্টা প্রতিঘাত হলে তার জন্য ম্যানেজমেন্টই দায়ী থাকবে। কর্মীদের শান্ত করতে তৎপর সংস্থার ঊর্ধ্বতন আধিকারিকরা। জেটের মুখপাত্র জানিয়েছেন, পাইলটদের সঙ্গে আলোচনা চলছে। বেতন নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করার চেষ্টা চলছে।