হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় হলিউড অভিনেতা

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় হলিউড অভিনেতা বার্ট রেনল্ডস৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২৷ বহু ছবি এবং টেলিভিশন শো–তে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে 'ড্যান আগস্ট' এবং 'গান স্মোক' অন্যতম৷ ১৯৯৭ সালে 'বুগি নাইটস' তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাজ। যা তাঁকে অস্কারের দৌড়েও সামিল করেছিল।

রেনল্ডের মৃত্যুর খবর বিজ্ঞপ্তি দিয়ে জানান তাঁর ম্যানেজার। জানা গেছে শুক্রবার ভোরে ফ্লোরিডার জুপিটার মেডিক্যালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি৷

অস্কারের মনোনয়ন ছাড়াও তিনি এমি এবং গোল্ডেন গ্লোব পুরস্কারও পান৷ 'ইভিনিং শেড'–এ অনবদ্য অভিনয়ই এই পুরস্কার এনে দেয় রেনল্ডকে।

তাঁর সুদীর্ঘ অভিনয় জীবনে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন৷ ১৯৭৮–১৯৮২ তিনি কেরিয়ারের মধ্যগগণে ছিলেন৷ সম্প্রতি তিনি বেশ কিছু প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। যার মধ্যে 'ওয়ানস আপন আ টাইম ইন হলিউড' উল্লেখ্যযোগ্য৷ যাতে ব্র্যাড পিট এবং লিওনার্ডে ডিক্যাপ্রিও রয়েছেন৷

শিল্পী বিদায় নিলেও রেখে গেলেন তাঁর অগণিত স্মৃতি এবং ছেলে কুইন্টনকে।