লাগবে না কার্ড, এটিএম থেকেও টাকা তুলতে পারবেন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা


কলকাতা: পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডাররা অনলাইনে ট্র্যান্স্যাকশনে অনেক সুবিধা তো পেয়েই থাকেন ৷ এবার এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডাররা এটিএম থেকে টাকা সহজেই তুলতে পারবেন ৷ দেশের ১০০,০০০ এটিএম থেকে টাকা তোলার সুবিধা পাবেন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা ৷ এর জন্য লাগবে না কোনও এটিএম বা ডেবিট কার্ডও৷

এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, Empays-ক্লাউড বেসড পেমেন্ট সলিউশনের সঙ্গে গাটছড়া বেঁধেছে সংস্থা ৷ যার ফলে এবার থেকে সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা এটিএম থেকেও টাকা তোলার সুবিধা পাবেন ৷ আর সেটা হবে 'কার্ডলেস' ৷ ২০ হাজার এটিএম দিয়ে আপাতত এই এটিএম শুরু হলেও এবছরের শেষেই দেশজুড়ে ১ লক্ষ এটিএম থেকে টাকা তুলতে পারবেন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা ৷ My Airtel App-এর মাধ্যমে গ্রাহকরা ক্যাশ উইথড্রয়ালের রিকুয়েস্ট পাঠিয়ে যেকোনও IMT যুক্ত এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা ৷ এর পাশাপাশি এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের তরফে প্রথম দুটি লেনেদেনের উপর থেকে ২৫ টাকার ট্রান্স্যাকশন ফি-ও তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷