২০০-র বেশি ওয়েবসাইটকে বন্ধ করল সরকার


মুম্বই: দুশোর বেশি বেআইনি ওয়েবসাইটকে বন্ধ করল মহারাষ্ট্র সরকার৷ উদ্যোগটি নিয়েছে দ্য মহারাষ্ট্র সাইবার ডিজিটাল ক্রাইম ইউনিট (এমসিডিসিইউ)৷ গত এক বছর ধরে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল ওয়েবসাইটগুলি৷ বিষয়টিকে নজরে আসে এমসিডিসিইউর৷ তারপরই গত অক্টোবরে বেআইনি ওয়েবসাইটগুলির কার্যকলাপে লক্ষ্য রাখার জন্য সাইবার পুলিশের এই বিশেষ দলটিকে (এমসিডিসিইউ) তৈরি করা হয়৷ আর, তখন থেকেই নিয়মিত নজরদারি চালায় টিমটি৷

বেআইনি ওয়েবসাইট বলতে ঠিক কোন ওয়েবসাইটগুলিকে বোঝাচ্ছে? বিষয়টি পরিষ্কার করতে সাইবার পুলিশের ইন্সপেক্টর জেনারেল ব্রিজেশ সিং বলেন, বেশ কিছু ওয়েবসাইট অবৈধভাবে সিনেমা, টিভি শো, গেম, সফটওয়্য়ার, মিউজিক, ই-বুক ইত্যাদি সাপ্লাই করছিল৷ শুধু তাই নয়, প্রতি মাসে প্রায় ১৬০ মিলিয়ন ইউজার সাইটগুলিকে ব্যবহারও করছিলেন৷ পুরো বিষয়টিকে সামনে আসার পরই সাইটগুলিকে বন্ধের সিদ্ধান্ত নেয় এমসিডিসিইউ৷

তদন্তে উঠে আসে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য৷ সাইবার পুলিশ সূত্রের খবর, এমসিডিসিইউ গোয়ান্দাদের তদন্তে বেশ কিছু ম্যালিসিয়াস সফটওয়্য়ারের সন্ধান মেলে৷ যেগুলি অবশ্য গ্রাহকদের ব্যাক্তিগত তথ্যও চুরি করতে পারে৷ এছাড়া, ওয়েবসাইটগুলির মধ্যে বেশ কিছু পর্ণগ্রাফিক সাইট রয়েছে৷ এছাড়া জানা গিয়েছে, এইসব বেআইনি ওয়েবসাইটগুলির জন্যই আনুমানিক ৩০,০০০-৫০,০০০ কোটির (বার্ষিক) লোকসান হয়েছে ভারতীয় মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির৷

অনেক সময়ই মার্কেটে সদ্য আসা সিনেমাগুলিকে ঘরে বসেই দেখে নেন সাধারণ মানুষ৷ দিনের পর দিন চলতে থাকে একই ব্যাপার৷ স্বাভাবিকভাবেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভারতের এন্টারটেনমেন্ট ইন্ড্রাস্ট্রি৷ অনেক সিমেনাই আশানুরুপ লভ্যাংশ কামাতে পারে না এই সাইটগুলির জন্যই৷ এছাড়া, বেআইনি পর্ণসাইটগুলির জন্য সমাজে অপরাধমূলক কাজকর্ম বেড়েছে বেশ খানিকটা৷ তাই, এই ধরণের সাইটগুলির বন্ধের প্রয়োজন ছিল৷ এমনই মনে করছেন ইউজারদের একাংশ৷