সবাইকে চাকরি দিতে পারব না, বললেন তৃণমূল সাংসদ


কলকাতা : "পশ্চিমবঙ্গের সবাইকে চাকরি দিতে পারব না। কিন্তু, স্বনির্ভর গোষ্ঠীকে যদি নতুন আকার দেওয়া যায়, তবে অনেক মানুষের কর্মসংস্থান হবে।" সবলা মেলার উদ্বোধনী মঞ্চে এসে এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

করুণাময়ীতে গতকাল থেকে শুরু হয়েছে সবলা মেলা। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, সাংসদ দোলা সেন, রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ অন্যরা। স্বনির্ভর গোষ্ঠীর তৈরি জিনিস বিক্রির জন্যই সবলা মেলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

সবলা মেলাকে সামনে রেখে রাজ্যের কর্মসংস্থান নিয়ে বক্তব্য রাখেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "পশ্চিমবঙ্গের সবাইকে আমরা চাকরি দিতে পারব না। কিন্তু, যদি আমরা স্বনির্ভর বা স্বরোজগারকে উন্নত করতে পারি তাহলে অনেক মানুষের কর্মসংস্থান হবে।"