রঞ্জিতে প্রতি ইনিংসে শামির জন্য বরাদ্দ ১৫ ওভার


কলকাতা: বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের দাবি মেনে মহম্মদ শামিকে রঞ্জিতে খেলার সবুজ সংকেত দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যার ফলে কেরলের বিরুদ্ধে মাঠে নামার আগে গোটা ঘটনায় খুশি বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি। তবে সিএবি'র দাবি মেনে বাংলা দলে খেলার সুযোগ পেলেও শামিকে শর্তের বোঝা চাপিয়ে দল বিসিসিআই।

তৃতীয় ম্যাচে কেরলের বিরুদ্ধে মাঠে নামার আগে শুক্রবার দল নির্বাচনে বসেছিলেন বাংলার নির্বাচকেরা। অধিনায়ক মনোজ, কোচ সাইরাজ বাহুতুলের পাশাপাশি দল নির্বাচনে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও। সেখানে শামিকে দলে চেয়ে তারা আবেদন করলে বিসিসিআই জানায়, শামি চাইলে খেলতেই পারে। তবে প্রতি ইনিংসে পনেরো ওভারের বেশি বল শামিকে দিয়ে করানো যাবে না। দুই ইনিংস মিলিয়ে গোটা ম্যাচে ৩০ ওভার বল করতে পারবেন শামি। এমনকি দিনের শেষে শামির শারীরীক অবস্থার কথা রিপোর্ট করতে হবে বোর্ডকে। অর্থাৎ অনুমতি দিলেও রঞ্জিতে শামির বোলিংয়ে গন্ডি টেনে দিল ভারতীয় বোর্ড।

কেরলের বিরুদ্ধে বাংলা দলে মহম্মদ শামির পাশাপাশি ফিরছেন অমিত কুইল্যার। দলে নতুন মুখ পূরব যোশি। গত ম্যাচের দল থেকে বাদ পড়েছেন অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ আহমেদ এবং বি অমিত।

এদিকে বোলিংয়ে বোর্ড গন্ডি টেনে দিলেও শামির দলে ফেরায় খুশি বাংলা অধিনায়ক। বাংলার পেস অ্যাটাকে শামি-দিন্দার পুরনো জুটি ফিরে আসায় বোলিং বিভাগের ওজন যে বেড়ে গেল, জানাতে ভোলেননি মনোজ। আর গন্ডি টেনে দেওয়া প্রসঙ্গে বাংলা অধিনায়কে মত, শামিকে দিয়ে পুরো পনেরো ওভারও বোলিং করানোর প্রয়োজন হবে বলে মনে হয় না।