নেতাজির সম্মানে বাজারে আসছে ৭৫ টাকার নতুন কয়েন


পাঁচশো ও এক হাজার টাকার নতুন নোটের পর এবার নতুন কয়েন বাজারে আনছে কেন্দ্র।

পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জাতীয় পতাকা উত্তোলনকে স্মরণে রাখতে এবার ৭৫ টাকার কয়েন বাজারে ছাড়ছে সরকার। ওই কয়েনের ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে তরফে জারি করা এক নির্দেশিকায়।

১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আইএনএ প্রধান সুভাষ চন্দ্র বসু। অর্থমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, পোর্ট ব্লেয়ারে নেতাজির জাতীয় পতাকা উত্তোলেনর ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ৭৫ টাকার কয়েন বাজারে আনা হচ্ছে।

কেমন হবে ওই কয়েন? কয়েনটি তৈরি করা হয়েছে চার ধাতুতে। এর মধ্যে রয়েছে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা ও ৫ শতাংশ নিকেল ও জিঙ্কের মিশ্রনে। কয়েনটির ওজন হবে ৩৫ গ্রাম। কয়েনে খোদাই করা থাকবে নেতাজির ছবি। সেখানে দেখা যাবে সেলুলার জেলে তাজীয় পতাকাকে স্যালুট করছে সুভাষ চন্দ্র বসু।

নেতাজির ছবির নীচে লেখা থাকবে অ্যনিভার্সারি ও ৭৫। এছাড়াও দেবনাগরী ও ইংরেজিতে লেখা থাকবে ফাস্ট ফ্ল্যাগ হোয়েস্টিং ডে।