‌‘‌যাঁদের লুকানোর অনেক আছে, তাঁরাই সিবিআইকে আটকাচ্ছে’‌


প্রথমে অন্ধ্রপ্রদেশ, পরে পশ্চিমবঙ্গ। দুই রাজ্যেই সরকারের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না সিবিআই। এমনটাই জানিয়েছেন মমতা ব্যানার্জি এবং চন্দ্রবাবু নাইডু। দুই রাজ্যই সিবিআইকে দেওয়া এই সংক্রান্ত বিশেষ ছাড়পত্র বাতিল করে দিয়েছে। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। নাম না করে দুই মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন। সংবাদসংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, '‌যাঁদের লুকানোর জন্য অনেক কিছু আছে, তাঁরাই কেবল নিজেদের রাজ্যে সিবিআইকে আটকাচ্ছে। দুর্নীতির ক্ষেত্রের কোনও রাজ্যের সার্বভৌমত্বকে দেখা হয় না। কেবল ভয়ের কারণে অন্ধ্রপ্রদেশ এই নির্দেশ জারি করেছে।'

এর আগে গত ৮ নভেম্বর অন্ধ্র সরকার নির্দেশ দিয়েছিল, এবার থেকে কোনও মামলায় তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ বা অন্য যে কোনও কাজের জন্য সিবিআই–কে আগাম অনুমতি নিতে হবে। সরকার অনুমতি দিলে তবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা অন্ধ্রপ্রদেশে কাজ করতে পারবেন। এরপর শুক্রবার চন্দ্রবাবু নাইডুর এই সিদ্ধান্তকে সমর্থন করে মমতা ব্যানার্জি বলেন, সিবিআই বর্তমানে কেবলমাত্র তদন্ত সংস্থায় নেই, তা বিজেপির নিয়ন্ত্রিত এক সংস্থায় পরিণত হয়েছে। সিবিআই স্বাধীনভাবে কাজ করছে না। বিজেপির দলীয় দপ্তর থেকেই সম্পূর্ণ নিয়ন্ত্রিত হচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। পরে এ রাজ্যেও বাতিল করা হয় ১৯৮৯ সালে সিবিআই–কে দেওয়া জেনারেল কনসেন্ট।