৩০ নভেম্বর শেষ সুযোগ, ডিসেম্বরের শুরুতেই গ্যাস সংযোগ হারানোর আশঙ্কা!


১ কোটির বেশিও হতে পারে সংখ্যা। এত সংখ্যক গ্রাহক হারাতে পারেন LPG গ্যাস সংযোগ। ৩০ নভেম্বরের মধ্যে KYC (Know Your Customer) না করলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হতে পারে আপনার। সেক্ষেত্রে ১ ডিসেম্বর থেকেই হারাতে পারেন LPG গ্যাস ব্যবহারের অধিকার। 

সংবাদমাধ্যম সূত্রের খবর, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে এই মর্মেই নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন গ্যাস সংস্থাগুলিকে। এবং অবিলম্বে KYC প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। সেই মতো গ্রাহকদের KYC পূরণের আবেদন জানিয়েছে HP, Indane-এর মতো গ্যাস সংস্থাগুলি।

এক হিন্দি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বহু সংখ্যক গ্রাহকই এখনও KYC করাননি। কিন্তু, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, ভুয়ো গ্যাস সংযোগ রুখতে KYC আবশ্যিক।

KYC করাতে গ্রাহককে ঠিকানার প্রমাণপত্র গ্যাস সংযোগ প্রদানকারী সংস্থার অফিসে জমা দিতে হবে এবং সঙ্গে একটি ফর্ম পূরণ করতে হবে। 

আপনিও এখনও গ্যাস সংযোগের KYC না করিয়ে থাকলে, দ্রুত করিয়ে নিন।