সিবিআই ইস্যুতে চন্দ্রবাবুকে সমর্থন মমতার


‌এবার কেন্দ্রকে পালটা চাপ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্ধ্রপ্রদেশে সিবিআইকে ঢুকতে না দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন চন্দ্রবাবু নাইডু বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। সম্প্রতি তদন্তকারী সংস্থাগুলির প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চন্দ্রবাবু নাইডু সরকার। একটি বিবৃতিতে জানানো হয়েছে রাজ্য সরকারের প্রাথমিক অনুমতি ছাড়া অন্ধ্রপ্রদেশে প্রবেশ করতে পারবে না সিবিআই। এই ঘটনা ঘিরে ফের প্রকাশ্যে কেন্দ্র বনাম চন্দ্রবাবু বিরোধিতা। আর এই সিদ্ধান্তকে সমর্থন করে বিজেপিকে চাপে ফেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 
এমনকী চন্দ্রবাবুকে সমর্থন জানিয়ে মমতা বলেছেন এটি সঠিক সিদ্ধান্ত। এছাড়াও কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গেও একই নিয়ম প্রয়োগ করা যায় কি না তা খতিয়ে দেখা হবে। সিবিআই বর্তমানে কেবলমাত্র তদন্ত সংস্থায় নেই, তা বিজেপির নিয়ন্ত্রিত এক সংস্থায় পরিণত হয়েছে। সিবিআই স্বাধীনভাবে কাজ করছে না। বিজেপির দলীয় দপ্তর থেকেই সম্পূর্ণ নিয়ন্ত্রিত হচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।