পেটিএম কিনল ওয়ারেন বাফে

নয়াদিল্লি: ভারতের অন্যতম বড় ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএম-এ লগ্নি করল ওয়ারেন বাফে-র সংস্থা বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে। এই বিনিয়োগের ফলে পেটিএম-এর পরিচালন পর্ষদে থাকবে এই মার্কিন সংস্থাটির প্রতিনিধি। মঙ্গলবার এমন তথ্য দিয়েছে পেটিএম।

তবে, বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ের সঙ্গে কত টাকার চুক্তি এবং মার্কিন সংস্থাটি কতটা মালিক হচ্ছে তা বিশদে কিছু জানায়নি ভারতীয় সংস্থাটি।বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে-র ইনভেস্টমেন্ট ম্যানেজার টড কম্বস পেটিএম-এর পরিচালকমন্ডলিতে যোগ দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পেটিএম।
 
প্রসঙ্গত, গত বছর পেটিএম-এর ২০ শতাংশ অংশীদারিত্ব ১৪০ কোটি ডলার বা ৯ হাজার কোটি টাকার বেশি অর্থ দিয়ে কিনেছিল জাপানি সংস্থা সফ্টব্যাঙ্ক। অ্যান্ট ফিনান্সিয়াল এবং আলিবাবার মতো বিশ্বের তাবড় লগ্নিকারী সংস্থাগুলিও অর্থ ঢেলেছে পেটিএম-এর মালিক সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশনস-এ।