সেপ্টেম্বরের শুরুতেই ধাক্কা, টানা পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা থমকানোর সম্ভাবনা


এখনও পর্যন্ত যা খবর তাতে সেপ্টেম্বরের শুরুতেই ধাক্কা খেতে পারে ব্যাঙ্কিং পরিষেবা। মাসের প্রথম সপ্তাহে, প্রথম দিন থেকেই টানা পাঁচ দিন থমকে যেতে পারে গোটা দেশের ব্যাঙ্কিং পরিষেবা।

সেপ্টেম্বর মাস শুরু হচ্ছে শনিবার। দেশের বেশির ভাগ রাজ্যে মাসের প্রথম শনিবার ব্যাঙ্ক খোলা থাকলেও অনেক জায়গায় বন্ধ থাকে। ২ সেপ্টেম্বর রবিবার স্বাভাবিক ভাবেই বন্ধ থাকবে সব ব্যাঙ্ক। পরের দিন সোমবার, ৩ সেপ্টেম্বর জন্মাষ্টমীর ছুটি। এর পরের দু'দিন আবার রিজার্ভ ব্যাঙ্কের কর্মীরা ধর্মঘটের ডাকে দিয়েছেন। সব মিলিয়ে টানা পাঁচ দিন থমকে যেতে পারে ব্যাঙ্কিং পরিষেবা।

গত ২০ অগস্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী সংগঠন দু'দিনের ধর্মঘটের ডাক দেয়। ইউনাইটেড ফোরাম অফ রিজার্ভ ব্যাঙ্ক অফিসার্স অ্যান্ড এম্প্লয়িজ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ৪ ও ৫ সেপ্টেম্বর কর্ম বিরতির ডাক দিয়েছে। এমনকী ওই দু'দিন আরবিআই কর্মীরা গণছুটিও নিতে পারেন।

সব মিলিয়ে সেপ্টেম্বরের শুরুতে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে গোলমালের ভয় তৈরি হয়েছে। তাই ব্যাঙ্কের জরুরি কাজ অগস্টেই মিটিয়ে রাখা শ্রেয়।