পুজোর আগে সুখবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়াচ্ছে মোদী সরকার


রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়বে জানুয়ারি থেকে। তা ছয় মাস আগে থেকেই ঘোষণা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার মধ্যে পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে আরও ২ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াচ্ছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের ক্যাবিনেট কমিটি অব ইকোনমিক অ্যাফেয়ার্স এদিন এই সিদ্ধান্ত নিতে চলেছে।

জীবনযাত্রার মানকে ধরে রাখতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে দেওয়া হয়। সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীদেরও সরকার এই ভাতা দিতে থাকে। কর্মীদের বেতনের বেসিকের সঙ্গে হিসাব করে তা নির্ধারিত হয়। যাতে মুদ্রাস্ফীতির প্রভাবে কর্মীদের পকেটে টান না পড়ে।

এই বছরের মার্চ মাসে কেন্দ্র ৭ শতাংশ ডিএ বাড়িয়েছিল। তারপরে উৎসবের মরশুমের আগেই ফের খুশির খবর শোনাচ্ছে কেন্দ্র।

নতুন মহার্ঘ ভাতার ঘোষণা জুলাই মাসের বেতনের সঙ্গে যুক্ত হবে। বকেয়া টাকা কর্মী ও পেনশনভোগীরা নির্দিষ্ট সময়ে পেয়ে যাবেন বলে ঘোষণা হয়েছে। সারা দেশে ৪৮ লক্ষ সরকারি কর্মী ও ৬১ লক্ষ পেনশনভোগী মানুষ রয়েছে। সাধারণত ৭ শতাংশ করে ডিএ বাড়ানো হয়। এবার তা বাড়িয়ে ৯ শতাংশ করার ভাবনাচিন্তা চলছে বলে জানা গিয়েছে।