ব্যাঙ্ক ঋণ দেবে গুগল


সার্চ ইঞ্জিনের জগতে এক নম্বর হল গুগল । দুনিয়ার খবর এক নিমেষে আপনার কাছে পৌঁছে দিতে গুগলের জুড়ি মেলা ভার ।

এবার থেকে গুগলের মাধ্যমেও পাওয়া যাবে লোন । ঠিক এমনটাই জানা গিয়েছে গুগল ফর ইন্ডিয়া অনুষ্ঠানে । ভারতে গুগলের পরিসর অনেকটাই বৃহৎ এবং এই অনুষ্ঠানে ভারতের জন্য আরও কিছু পরিষেবার কথাও বলা হয়েছে।

গুগলের নেক্সট বিলিয়ন ইউজার্স প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত জানিয়েছেন ঘরে বসেই এই লোন পাওয়া যাবে ও অনলাইনে লোন দেওয়ার জন্য ৪টি ভারতীয় ব্যাঙ্কের সঙ্গে জোট বাঁধছে গুগলের মালিকানা সংস্থা অ্যালফাবেট । এইচডিএফসি,কোটাক মাহিন্দ্রা, আইসিআইসিআই ও ফেডেরাল ব্যাঙ্কের মাধ্যমে এই লোনের সুবিধা দেবে গুগল ।

ইতিমধ্যেই গুগুলের তেজ পেমেন্ট অ্যাপের নতুন নামকরণ হয়েছে। এবার থেকে তেজ হতে চলেছে গুগল পে, এবং অনলাইন ও অফলাইন কেনাকাটার আরও অনেক সুবিধে পাওয়া যাবে। এছাড়াও ভীম ইউপিআই অ্যাপের মাধ্যমে গুগল পে ব্যবহার করে দ্রুত ঋণ পাওয়া যাবে।

তেজ অ্যাপের নতুন নামকরণের ফলে বেশ কিছু আন্তর্জাতিক মানের পরিষেবাও পাবেন গ্রাহকরা । সামনেই আসন্ন মরশুমের উৎসব তাই তার আগেই অনলাইন লেনদেনের হার বাড়াতে চায় গুগল ।