ভোট চলাকালীন বিজাপুরে মাওবাদী– নিরাপত্তারক্ষী লড়াই, নিহত পাঁচ মাওবাদী


ছত্তিশগড়ে ভোট চলাকালীন আবার অশান্ত হয়ে উঠল এলাকা। বিজাপুরে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ে নিহত হয়েছে পাঁচ মাওবাদী। জানা গিয়েছে, এই ঘটনায় দু'‌জন কোবরা কম্যান্ডো আহত হয়েছেন এবং তাঁদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার সকাল থেকেই শান্তিতেই ভোটপর্ব সম্পন্ন হচ্ছিল। যদিও এদিন ভোরে সাড়ে ৫টা নাগাদ টুমাকপাল– নয়নার রোডে মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটায়। ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীদের তাক করেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে সূত্রের খবর। যদিও এই ঘটনায় কোনও হতাহত হয়নি। তার রেশ কাটতে না কাটতেই সোমবার দুপুর ১২টা ২০ নাগাদ মাওবাদীদের শক্ত ঘাঁটি বিজাপুরের পামড এলাকায় ফের তারা নিরাপত্তারক্ষীদের দিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীরাও গুলি চালায়। জানা গিয়েছে, মাওবাদীদের দমন করার জন্য আরও বাহিনী বিজাপুরে পাঠানো হয়। নিরাপত্তারক্ষীদের গুলিতেই নিহত হয় পাঁচ মাওবাদী। মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোট করানো এখন নির্বাচন কমিশন এবং পুলিস–প্রশাসনের কাছে চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূলতঃ ভোট বয়কট করানোর জন্যই এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা।