ফ্লিপকার্টের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন বিনি বনসল


নয়াদিল্লি: ফ্লিপকার্টের সিইও পদ থেকে ইস্তফা দিলেন বিনি বনসল৷ মঙ্গলবার ওয়ালমার্টের সঙ্গে যৌথ বিবৃতিতে ফ্লিপকার্ট এই কথা জানায়৷ জানা গিয়েছে, বিনির ইস্তফা গৃহীত হয়েছে৷ বিনির জায়গায় দায়িত্ব সামলাবেন কল্যাণ কৃষ্ণমূর্তি৷
 
বিনির বিরুদ্ধে অভব্য ব্যবহার করার অভিযোগ উঠেছে৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷ বিনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে ফ্লিপকার্ট৷ কিন্তু তাঁর বিরুদ্ধে সেরকম প্রমাণ পায়নি সংস্থাটি৷ ওই বিবৃতিতে ফ্লিপকার্ট জানিয়েছে, কোম্পানির জন্মলগ্ন থেকে বিনি এর গুরুত্বপূর্ণ অংশ৷ কিন্তু সাম্প্রতিক ঘটনার জেরে বিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন৷

প্রশ্ন উঠছে তদন্ত যখন বিনির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মেলেনি তাহলে কেন তাঁকে ইস্তফা দিতে হল? জবাবে ফ্লিপকার্ট জানিয়েছে, তদন্তে অন্যান্য গাফিলতির দিকগুলি সামনে এসেছে৷ বিশেষ করে স্বচ্ছতার অভাব মিলেছে৷ তাই তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে৷

২০০৭ সালে সঞ্জয় বনসলের সঙ্গে যৌথভাবে ই-কমার্স সংস্থাটি চালু করেন বিনি৷ মাত্র ৪ লক্ষ টাকা মূলধন নিয়ে শুরু করেন ব্যবসাটি৷ এখন কোম্পানির টার্নওভার বিলিয়ন ডলার৷ চলতি বছর মে মাসে ওয়ালমার্ট ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার ১৬ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয়৷