ঋণের দায়ে চিতায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী কৃষক


মুম্বইঃ জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ঋণের দায়ে জর্জরিত অসহায় প্রৌঢ় কৃষক। মহারাষ্ট্রের নানডেড জেলার ঘটনা। জানা গিয়েছে, চাষের কাজে একাধিক ব্যাংক এবং কোঅপারেটিভ সোসাইটি থেকে ঋণ নিয়েছিলেন বছর ৬৫-র কৃষিজীবী পোতান্না রামালু বোলপিলওয়াড়। কিন্তু চলতি বছরে প্রত্যাশা অনুযায়ী ফসল না ফলায় তা শোধ করতে ব্যর্থ হন তিনি।

পুলিশের দাবি, শোধ না হওয়া ঋণের বোঝা ঘাড়ে চাপায় তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। একটি সরকারি প্রকল্পের আওতাভুক্ত ঋণ মকুবের জন্য সম্প্রতি অনলাইন ফর্মও ভরতি করে জমা দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর নামও তালিকায় ওঠেনি।

গত শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে উমরি অঞ্চলের কাছে তুরাতি গ্রামে নিজের খেতে গিয়েছিলেন পোতান্না। জমিতে চিতা সাজিয়ে, অগ্নি সংযোগ করে তাতে ঝাঁপ দিয়ে তিনি আত্মঘাতী হন। এদিকে, রাতে বাড়ি না ফিরলে শনিবার সকালে খেতে পৌঁছে মর্মান্তিক দৃশ্য দেখতে পান পোতান্নার ছেলে। ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে উমরি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।