ধেয়ে আসছে Gaja, তামিলনাড়ু উপকূলে জারি হাই-এলার্ট


চেন্নাই: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় Gaja৷ ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড়ের প্রমাদ গুনছে তামিলনাড়ু উপকূলের বাসিন্দারা৷ পরিস্থিতি মোকাবিলায় সতর্ক প্রশাসন৷ ৩০,৫০০ জনের উদ্ধারকারী দল তৈরি রাখা হয়েছে বলে সূত্রের খবর৷ শুধু তামিলনাড়ু নয়,প্রতিবেশী পুদুচেরিতেও আছড়ে পড়বে Gaja৷ পূর্বাভাস হাওয়া অফিসের৷ কেন্দ্র শাসিত পুদুচেরিতেও সব ধরণের সতর্কতা অবলম্বন করা হয়েছে৷
 
হাওয়া অফিস জানাচ্ছে, নাগাপাত্তিনামের উত্তরপূর্বে ৬৫০ কিলোমিটারে রয়েছে এটি এবং ১৫ নভেম্বর ভূখণ্ডে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা৷ বুধবার থেকে বৃষ্টি শুরু হবে তামিলনাড়ুতে৷ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না ইন্ডিয়া মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট৷ ফলে পর্যটক থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ ঘূর্ণিঝড় Gaja-র প্রবাবে অন্দ্রের দক্ষিন উপকূলীয় অংশ ও কেরলেও বৃষ্টি হতে পারে৷

পূর্বাভাস যা তাতে, তামিলনাড়ুর নাগাপাট্টিনাম, তানজাভুর, পুদুকোট্টাই, রামানাথাপুরম জেলায় ঘূর্ণিঝড়ের আঁচ সবচেয়ে বেশি পড়বে৷ এই সব অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার উচ্চতায় হাই এলার্ট জারি করা হয়েছে৷

Gaja-র মোকাবিলায় সোমবারই ক্যাবিনেট বৈঠক করেন তামিলনাড়ুন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী৷ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গেই মজুত রয়েছে খাবার, ত্রান সামগ্রী৷ ব্যবস্থা করা হয়েছে ত্রান শিবিরেরও৷

কুড্ডালোর, নাগাপাট্টিনাম সহ উপকূলবর্তী অংশের নীচু জায়গাগুলিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে৷ সেখান থেকে বাসিন্দাদের সরানোর কাজও চলছে জোরকদমে৷ ৪,৩৯৯টি স্থানে মোতায়েন থাকবে জাতীয় ওরাজ্য বিপর্যয় মোকাবিলা দল৷

কেন্দ্রীয় জল কমিশনের তরফে তামিলনাড়ু ও কেরল সরকারকে সতর্ক করে হয়েছে৷ বলা হয়েচে সাইক্লোনের সময় বাঁধগুলিকে নজরে রাখার কথা৷