পাকস্থলী কেটে বাদ দেওয়ার আগে কোন ইচ্ছের কথা জানালেন যুবক


চিকিৎসকরা যখন তাঁকে জানিয়েছিলেন যে তিনি মারণ রোগ ক্যানসারে আক্রান্ত, দুবাইয়ের গুলাম আব্বাস ব্যাপারটাকে শান্ত ভাবে মেনে নিয়েছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'খলিজ টাইমস'-এর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, পেটে ব্যথা, বমি ও ওজন হ্রাসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্বাস। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, তাঁর পাকস্থলীতে ক্যানসার হয়েছে। তাঁরা পাকস্থলী কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

মারণ রোগের খবর যতটা শান্ত ভাবে নিয়েছিলেন আব্বাস, ততটাই উতলা হয়ে পড়েন তিনি পাকস্থলী বাদ যাওয়ার কথা শুনে। তিনি চিকিৎসকদের কাছে আর্জি জানান তাঁর এক 'শেষ ইচ্ছে' বিষয়ে। আব্বাস জানান, তিনি এক প্লেট চিকেন বিরিয়ানি খেতে চান।

চিকিৎসকরা তাঁকে অনুমতি দিলে তাঁর স্ত্রী চিকেন বিরিয়ানি রান্না করেন এবং তাঁর ভাই সেটা হাসপাতালে নিয়ে আসেন। আব্বাস পরিতৃপ্তি সহকারে সেটা খান। 

পরে অস্ত্রোপচার করে আব্বাসের পাকস্থলী বাদ দেওয়া হয়। তাঁর কেমোথেরাপি শুরু হয়েছে। আপাতত তিনি ভালই আছেন বলে খবর।
চিকিৎসকরা জানিয়েছেন, পাকস্থলী বাদ দেওয়ার পরে আব্বাস আর এক সঙ্গে খুব বেশি খাবার খেতে পারবেন না। তাঁকে বার বার অল্প পরিমাণে খেয়ে যেতে হবে। তবে বিরিয়ানির মতো গুরুপাক খাবার কখনই তাঁকে আর দেওয়া যাবে না।

নেটিজেনদের প্রশ্ন— 'শেষ ইচ্ছে'-টা কার ছিল— আব্বাসের, না আব্বাসের পাকস্থলীর?