আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি কেন্দ্রের

নয়াদিল্লি: ২০১৭-১৮ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার মেয়াদ আরও ১৫ দিন বাড়াল কেন্দ্র। নতুন সময়সীমা বাড়িয়ে ১৫ অক্টোবর করা হয়েছে। জানা গিয়েছে, বিগত কয়েকদিন বেশ কয়েকটি মহল থেকে এই সময়সীমা বৃদ্ধির প্রস্তাব বা আর্জি পেশ করা হয়। সেখানে বলা হয়, করদাতাদের পেশ করা তথ্য অডিট করতে আরও বাড়তি সময়ের প্রয়োজন। তাই, এই সময়সীমা বৃদ্ধি করা হোক। এরপরই, ১৫ দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (সিবিডিটি)। তবে, একইসঙ্গে এ-ও জানিয়ে দেওয়া হয়েছে, পূর্ব ঘোষণামতো সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করতে পারার জন্য যাঁদের ওপর জরিমানা ধার্য হয়েছিল, তা বলবৎ থাকবে। তাঁদের ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধির সুবিধা কার্যকর হবে না।