দশম শ্রেণী উত্তীর্ণ হলেই চাকরি দেবে সরকার! কীভাবে আবেদন জানাবেন জানুন


স্টাফ সিলেকশন কমিশন শুরু করল আবেদনের প্রক্রিয়া৷ শূন্যপদের সংখ্যাও নেহাত কম নয়, থাকছে ১১৪১ টি পদ৷ আবেদন জমা করার শেষ দিন ৩০ সেপ্টেম্বর, ২০১৮৷ নির্দিষ্ট নিয়ম মেনে প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন৷ আবেদনের আগে ভাল করে দেখে নিন নিয়মাবলী৷ পদগুলি সম্পর্কে বিশদে জানতে চোখ রাখুন সংস্থার ওয়েবসাইটে (ssconline.nic.in অথবা ssc.nic.in)৷

জুনিয়র ইঞ্জিনিয়ার, সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট, ডেটা প্রসেসিং অ্যাসিস্টেন্ট, বোটানিকাল অ্যাসিস্টেন্ট, লাইব্রেরী ও ইনর্ফমেশন অ্যাসিস্টেন্ট সহ বহু পদ রয়েছে তালিকাতে৷ দশম, দ্বাদশ অথবা স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা আবেদন জানাতে পারবেন৷

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের নির্বাচন করা হবে৷ জেনারেল প্রার্থীদের আবেদনের ফি থাকছে ১০০ টাকা৷

অন্যদিকে, তফশিলি জাতি-উপজাতি এবং মহিলা প্রার্থীদের জন্য কোন আবেদন ফি থাকছে না৷ শুধুমাত্র এসবিআই চালানের মাধ্যমেই আবেদন ফি নেওয়া হবে৷ তাই দেরী না করে আজই নিজের পছন্দের পদের জন্য আবেদন জানান৷ প্রার্থীদের বার বার নির্দেশাবলী মেনে ফর্ম ফিল-আপের অনুরোধ করা হচ্ছে৷ কারণ, একটি মাত্র ভুল ফর্ম বাতিলের কারণ হতে পারে৷ তাই, সচেতনতার সঙ্গেই ফর্ম ফিল-আপ করুন৷