ভারত-পাকিস্তান বিবাদে বছরে ক্ষতি ৩৫ বিলিয়ন ডলারের ব্যবসা: বিশ্বব্যাংক

নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের বিবাদে বছরে দুই দেশে বাণিজ্যিক ক্ষতি হচ্ছে ৩৫ বিলিয়ন ডলারের ব্যবসা৷ এমনটাই বলছে বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট ৷ দুই দেশের নেতাদের উভয়েরই তাদের দ্রারিদ্য দূর করতে বাণিজ্য বিস্তার চাইছে ৷ ফলে শত্রুতা ভুলে সহযোগিতার হাত বাড়াতেই বলছে বিশ্বব্যাংক৷

এই রিপোর্ট বলছে দু'দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৭ বিলিয়ন ডলার হতে পারে যদি দিল্লি ও ইসলামাবাদ তাদের বাধা সরিয়ে দেয়৷

গত বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রক ঘোষণা করে আলাদা করে পাকিস্তানের অনুরোধে বিদেশমন্ত্রী স্তরে আলোচনা হবে নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সম্মেলনে ৷ এরআগে ২০১৫ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নওয়াজ শরীফের লাহোরের বাড়িতে গিয়েছিলেন আলোচনার উদ্দেশ্যে৷