চিন-পাক মিসাইল ধ্বংসে এই অত্যাধুনিক অস্ত্র পরীক্ষায় সফল ভারত


ওডিশা: ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণের পরীক্ষায় সফল হল ভারত৷ রবিবার রাতে ওডিশা উপকূল থেকে এই পরীক্ষা করা হয়৷ রবিবার রাত প্রায় ৮.০৫ নাগাদ আবদুল কালাম আইল্যান্ড (হুইলার আইল্যান্ড অব দ্য ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ) থেকে এই মিসাইল লঞ্চ করা হয়৷

ডিআরডিও বিজ্ঞানী জানান, ভূ-পৃষ্ঠের ৫০ কিলোমিটার ওপরে এক্সো-অ্যাটমোস্ফেয়ারে টার্গেটে হাত হানতেই এই পৃথ্বী ডিফেন্স ভেহিকল মিশন৷ টার্গেট মিসাইল এবং পিডিভি ইন্টারসেপ্টর দুটিই সফল হয় লক্ষ্যে৷

অটোমেটেড অপারেশন, ব়্যাডার বেসড ডিটেকশন এবং ট্র্যাকিং সিস্টেম শত্রুর ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম৷ ব়্যাডার থেকে তথ্য কম্পিউটার নেটওয়ার্কে এলে, তার কমান্ড পেতেই পিডিভি তার কাজ শুরু করে৷ বায়ুমন্ডলে থাকা টার্গেটকে ধ্বংস করার কাজ শুরু হয়ে যায়৷

এই ইন্টারসেপ্টর মিসাইলকে Inertial Navigation System পরিচালনা করে৷ Inertial Guidance এবং IR Seeker-এর সাহায্যে শত্রুকে ধ্বংস করতে অগ্রসর হয়৷ অন্যান্য স্থান থেকে টেলিমেট্রি/ রেঞ্জ স্টেশন থেকে রিয়াল টাইমে মনিটর করা হয়৷ ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি একই স্থান থেকে ইন্টারসেপ্টরের উৎক্ষেপণ পরীক্ষা সফল হয়েছিল৷