খোদ স্টেট ব্যাংকের সঙ্গে ১ কোটির জালিয়াতি


নয়াদিল্লি: খোদ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে জালিয়াতি, তাও আবার এক কোটির৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার ধান্দ শাখার ভারতীয় স্টেট ব্যাংকে৷ শুধু ব্যাংকই নয়, জাতিয়াতির তালিকায় রয়েছে ওই এলাকার ২৫-২৬ জন কৃষক৷ সূত্রের খবর, অভিযুক্তের নাম বিজয়৷ পেশায় একজন সোনা ব্যবসায়ী৷ ব্যাংকের থেকে টাকা হাতিয়ে আত্মগোপন করে ওই ব্যবসায়ী৷ কিন্তু, সরকারি রেকর্ড অনুযায়ী ঋণগ্রহীতা হিসেবে নাম রয়েছে কৃষকদের৷

জানা গিয়েছে, প্রথমে ওই ব্যবসায়ী কৃষকদের নকল সোনা দেন এবং সেগুলি দিয়ে গোল্ড লোনের আবেদন করার কথা বলেন৷ এরপর, ব্যাংকের কাছে আসা নকল সোনা পরীক্ষা করে সেগুলিকে আসল সোনা বলে দাবি করেন ওই ব্যবসায়ী৷ রির্পোটের তথ্য জানাচ্ছে, এরপরই লোন অনুমোদন করে ব্যাংক কর্তৃপক্ষ৷ কিন্তু, লোন অনুমোদিত টাকা কৃষকদের থেকে হস্তগত করে নেয় ওই ব্যবসায়ী৷ কৃষকদের দেওয়া হয় অনুমোদিত লোনের খুবই সামান্য পরিমান৷

অন্যদিকে, ব্যাংক কর্তৃপক্ষ খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে ব্যর্থ হয়েছে৷ সরকারি রেকর্ডে ঋণগ্রহীতা হিসেবে কৃষকদের নাম উঠে আসছে৷ টাকা উদ্ধারে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ জমা থাকা সোনা পরীক্ষা করে দেখেন এবং সেগুলিকে নকল বলে জানা যায়৷ সংবাদ মাধ্যমকে এক প্রতারিত কৃষক জানান, বিজয় নামের ওই ব্যবসায়ী কৃষকদের তার কাছ থেকে সোনা নিয়ে লোন নেওয়ার জন্য রাজি করিয়েছিল৷