প্রচুর চাকরির সুযোগ, বেতন ২.১০ লক্ষ প্রতি মাসে


নয়াদিল্লি: ফের চাকরির সুযোগ৷ এবার লিগাল কনসালটেন্ট পদের জন্য বিজ্ঞপ্তি জারি করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া৷ 'গ্রেড এফ'এবং 'গ্রেড সি/ডি'র লিগাল কনসালটেন্ট পদটি থাকছে মূলত চুক্তিভিত্তিক৷ পদটির জন্য নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে বেতন পেতে পারেন ২.১০ লক্ষ টাকা পর্যন্ত৷ পদটির জন্য অনলাইনে আবেদন জানাতে পারেন প্রার্থীরা৷ ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের বেছে নেওয়া হবে৷ অনলাইনে রেজিস্ট্রশন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর, ২০১৮, শেষ তারিখ থাকছে ১২ অক্টোবর, ২০১৮৷

শূন্যপদের সম্পর্কে জেনে নিন কয়েকটি বিষয়-

১. লিগাল কনসালটেন্ট (গ্রেড এফ) চুক্তিভিত্তিক- শূন্যপদ ২ টি৷ পদটির জন্য প্রার্থীর বয়সসীমা থাকছে ৪৫-৫৫ বছর৷ পদটির জন্য নির্বাচিত প্রার্থী বেতন পাবেন ৩,০০,০০০ (হাউসিংয়ের সুবিধা ছাড়া) এবং ১,৭৫,০০০ (হাউসিংয়ের সুবিধা থাকবে)৷

২. লিগাল কনসালটন্ট (গ্রেড সি/ডি) চুক্তিভিত্তিক- শূন্যপদ ৪ টি৷ পদটির জন্য প্রার্থীর বয়সসীমা থাকছে ৩০-৪৫ বছর৷ বেতন থাকছে গ্রুপ ডি- ১.৩৫ লক্ষ প্রতি মাসে (হাউসিংয়ের সুবিধা থাকছে) এবং ২.১০ লক্ষ প্রতি মাসে (হাউসিংয়ের সুবিধা থাকছে না)৷ গ্রুপ সি পদের জন্য-১.২৫ লক্ষ প্রতি মাসে (হাউসিংয়ের সুবিধা থাকছে) এবং ১.৮০ লক্ষ প্রতি মাসে (হাউসিংয়ের সুবিধা থাকছে না)৷

পদটির জন্য তালিকাভুক্ত হওয়ার জন্য প্রার্থীর থাকতে হবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া অধীনস্থ আইনি বিষয়ের উপর স্নাতকোত্তীর্ণ ডিগ্রী৷ শুধু তাই নয়, সঙ্গে থাকতে হবে ৫০ শতাংশ নম্বর৷ তবে, স্নাতক ডিগ্রীর পাশাপাশি আবেদনকারীর থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টারস/পি.এইচডি ডিগ্রীও৷

এখানেই শেষ নয়, নামীদামি কোন ব্যাংক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান অথবা সমজাতীয় কোন প্রতিষ্ঠানের একজন আইনি পরামর্শদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে ১৫ বছরের গ্রেড এফের লিগাল কনসালটেন্ট পদটির জন্য৷ অন্যদিকে, লিগাল কনসালটন্ট (গ্রেড সি/ডি) জন্য কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক৷