দিনে ৩০০ কোটি টাকা আয় মুকেশ আম্বানির! বিশ্বাস না হলে দেখুন পরিসংখ্যান


হুরন ইন্ডিয়া রিচ লিস্ট ২০১৮-র তালিকায় ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে প্রত্যাশামতোই সবার উপরে রয়েছেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। তবে যে হারে তাঁর রোজগার বেড়েছে তা সকলকে চমকে দিয়েছে। হুরনের তথ্য বলছে, গত একবছর ধরে আম্বানি দিনে ৩০০ কোটি টাকা করে রোজগার করছেন। যা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো তথ্য।

মোট সম্পদ চমকে দেওয়ার মতো
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের মোট সম্পত্তির পরিমাণ ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা। এই নিয়ে হুরনের ধনী ভারতীয়দের তালিকায় পরপর সাতবছর তিনি সবার উপরে রয়েছেন। গত একবছরে রিলায়েন্সের শেয়ারের মূল্য ৪৫ শতাংশ বেড়েছে।

আম্বানি ধরাছোঁয়ার বাইরে
আম্বানির পরে যে তিনজন সবচেয়ে ধনী ভারতীয় রয়েছেন, তাঁদের সম্পদের মিলিত যোগফলের চেয়েও আম্বানির সম্পত্তির পরিমাণ বেশি। দ্বিতীয় স্থানে থাকা হিন্দুজা পরিবার (১ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা), তৃতীয় স্থানে থাকা লক্ষ্মী মিত্তল (১ লক্ষ ১৪ হাজার ৫০০ কোটি টাকা) ও চতুর্থ স্থানে আজিম প্রেমজী (৯৬ হাজার ১০০ কোটি টাকা)-র সম্পত্তির চেয়েও বেশি আম্বানির মোট সম্পত্তি।

ধনী বেড়েছে হু-হু করে
ভারতে অন্তত ১ হাজার কোটি টাকা সম্পত্তি রয়েছে, এমন ব্যক্তির সংখ্যা ২০১৭ সালের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। গতবছরে যা ছিল ৬১৭ জন তা ২০১৮ সালে বেড়ে ৮৩১ জনে পৌঁছে গিয়েছে।

তালিকায় প্রবাসীরাও
ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৬৬ সব প্রবাসী ভারতীয় রয়েছেন। তার মধ্যে ২১জন সংযুক্ত আরব আমিরশাহীতে থাকেন। এছাড়া অনেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইংল্যান্ডেও থাকেন।

নতুন প্রজন্ম এগিয়ে আসছে
হুরনের সমীক্ষা বলছে, তেলের দাম বাড়া বা ডলারের সাপেক্ষে টাকার দাম কমার সমস্যার মাঝেও ভারতে সম্পদ তৈরির গতি রেকর্ড হারে বেড়েছে। যা সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। আগামী দশ বছরে নতুন প্রজন্মের শিল্পদ্যোগীরা ভারতের ব্যবসাক্ষেত্রে নতুন দিশা দেখাবে।