অ্যানড্রয়েডে হ্যাকারদের হাত থেকে বাঁচার ৬টি সহজ উপায়


বিশ্বব্যাপী অ্যানড্রয়েড ব্যাবহার করেন কয়েকশো কোটি ইউজার। আর তাই হ্যাকারদের অন্যতম প্রধান আকর্ষন অ্যানড্রয়েড ডিভাইসগুলি। কয়েকটি সাধারন স্টেপ ফলো করে ফোনের সিকিউরিটি নিশ্চিত করে ফেলতে পারবেন অ্যানড্রয়েড ব্যাবহারকীরা। নতুন টেকনোলজির ফলে হ্যাকারদের কাজ সহজ দয়ে উঠছে প্রতিদিনই। কিন্তু আপনি যদি সতর্ক থাকেন তবে হ্যাকাররা নাক গলাতে পারবে না আপনার সাধের স্মার্টফোনে।

আপনার ফোন হ্যাক হলে ফোনের সব ডাটা পৌঁছে যাবে হ্যাকারদের হাতে। এর মধ্যেই থাকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরন। আর সেই ডাটা ব্যাবহার করে হ্যাকাররা ফাঁকা করে দেবে অ্যাকাউন্ট এর সব টাকা। শুনতে ভয়ঙ্কর লাগলেও এই গোটা কাজটি করতে হ্যাকাররা কয়েক মিনিটের বেশি সময় নেন না। তাই হ্যাকারদের হাত থেকে বাঁচতে খুব সতর্কতার সাথে মেনে চলুন নীচের স্টেপগুলি।

নিজের পাওওয়ার্ড কখনো সেভ করবেন না

বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে জলদি লগ ইন করার জন্য আপরা সেবভ করে রাখি অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড। কিন্তু এই অভ্যাস ফোনের সিকিউরিটির জন্য খুবই ভয়ঙ্কর। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নিজের ইমেল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড কখনই সেভ করবেন না।

অ্যানড্রয়েডের বিল্ট ইন সিকিউরিটি ব্যাবহার করুন

সব অ্যানড্রয়েড ডিভাইসেই থাকে পিন, প্যাটার্ণ বা পাসওয়ার্ডের মতো বিল্ট ইন সিকিউরিটি সিস্টেম। এই সিকিউরিটি ব্যাবহার করলে আপনার ডিভাইসে একটি অতিরিক্ত সিকিউরিটি লেয়ার তৈরী কয়ে যাবে। সেখানেই এমন একটি পাসওর্ড দিয়ে রাখুব যা হ্যাকারদের পক্ষে ভেবে বার করা সম্ভব নয়।

থার্ড পার্টি অ্যাপ ব্যাবহার বন্ধ করুন

শুধুমাত্র গুগুল প্লে স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করুন। থার্ড পার্টি অ্যাপ স্টোর থেকে সাইড লোড করলে তাতে ম্যালোয়ার থাকার সম্ভাবনা থেকে যায়। এছাড়াও পেড অ্যাপ ফ্রি তে ডাউনলোড করে ইন্সটলের সময় হ্যাকারদের আমন্ত্রন জানানোর সম্ভাবনা থেকে যায়। তাই এখনই APK ডাউনলোড করে ইন্সটল করা বন্ধ করুন। 

ইন্সটলড অ্যাপগুলি দেখে নিন

ইন্সটল হওয়া অ্যাপগুলি তে মাঝে মধ্যেই বিভিন্ন আপডেট আসে। নতুন আপডেটে কি পাবেন তা না দেখেই আপডেট করে বসেন অ্যাপ গুলি। নতুন আপডেট আসলে ইন্সটলের আগে সবসময় দেখে নেওয়া উচিত নতুন কি ফিচার যোগ হল এই আপডেটে।

ডাটা এনক্রিপশান ব্যাবহার করুন

আপনার ফোনের সিকিউরিটি সেকশানের ভিতরে ফোন এনক্রিপ্ট করার অপশান রয়েছে। এটি নিজের অ্যানড্রয়েড ফোনটি সুরক্ষিত করার সবথেকে সহজ উপায়। এর মাধ্যমেই আপনার ফোনের সিকিউরিটির উপরে একটি অতরিক্ত লেয়ার যোগ হয়ে যায়।

অপারেটিং সিস্টেম আপ টু ডেট রাখুন

নতুন অপারেটিং সিস্টেম আপডেট এলে সাথে সাথে ইন্সটল করে নিন। এই আপডেটে থাকে লেটেস্ট সিকিউরিটি প্যাচ। যা হ্যাকারদের কাজকে আরও কঠিন করে তোলে। এছাড়াও অপারেটিং সিস্টেম আপডেট করলে পেয়ে যাবেন নতুন বাগ ফিক্স বা আরও ভালো ব্যাটারি ব্যাক আপ এর মতো ফিচারগুলি।