আতঙ্ক বাড়াচ্ছে নিপা! কেরালায় মৃত আরও ২, মৃতের সংখ্যা বেড়ে ১৬


নিপা ভাইরাসের হামলায় কেরালার কোঝিকোড়ে মৃত্যু হল আরও দু-জনের। এই নিয়ে এখনও পর্যন্ত নিপার সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬। এছাড়াও নিপা ভাইরাসের সংক্রমিত আরও দু-জন এখনও ভর্তি রয়েছে কোঝিকোড়ের মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা। 

নিপা ভাইরাসের হামলায় মৃত দুই ব্যক্তির একজনের নাম মধুসূধনন। ৫৫ বছরের এই ব্যক্তি কোঝিকোড় জেলা আদালতের সুপারিন্টেন্ডেন্ট ছিলেন। অন্যজন ২৮ বছরের অখিল। তিনি ছিলেন কোঝিকোড়ের কারাস্সেরির বাসিন্দা। কোঝিকোড়ের জেলা মেডিক্যাল অফিসার ডা: জয়শ্রী এই দুটি মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন। 

চিকিত্‍সা চলছে নিপার সংক্রমণে অসুস্থ আরও দু-জনের একই হাসপাতালে ভর্তি আরও দুই রোগীর শরীরেও নিপা ভাইরাস প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। নিপায় সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে এসেছে এরকম ১০০০ জনেরও বেশি মানুষের ওপর নজর রাখা হচ্ছে। অস্ট্রেলিয়া থেকে M 102.4 নামের ওষুধ শিগগিরই কেরালায় পৌঁছে যাবে। এই ওষুধেই তারপর চিকিত্‍সা চলবে বলে জানিয়েছেন ডাক্তাররা।