ছুটির জন্য কাটা টাকা ফেরত


এক শিক্ষিকা 'চাইল্ড কেয়ার লিভ' বা সন্তান লালনের ছুটি নেওয়ায় তাঁর বেতন থেকে ২৬ হাজার টাকা কেটে নেওয়া হয়েছিল। সেই টাকা অবিলম্বে ফেরত দিতে স্কুল-কর্তৃপক্ষকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নোদাখালি ডোঙারিয়া অণুমতী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা পূর্ণিমা সরকারের আইনজীবী অঞ্জন ভট্টাচার্য মঙ্গলবার জানান, তাঁর মক্কেল মেয়ের পরীক্ষার জন্য গত বছর ১৬ দিন ছুটি নেন। তার জন্য টাকা কাটায় মামলা করেন তিনি। বিচারপতি তপোব্রত চক্রবর্তী গত ১৬ নভেম্বর জেলা স্কুল পরিদর্শককে নির্দেশ দেন, শিক্ষিকার ছুটির বিষয়টি ফের বিবেচনা করা হোক। পরিদর্শক গত ৭ ফেব্রুয়ারি জানান, বেতন কাটার সিদ্ধান্ত যথাযথ। ফের হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা। বিচারপতি শেখর ববি শরাফ জানান, সন্তান লালনের ছুটিকে ২০১৫ সালে মান্যতা দিয়েছে রাজ্য সরকার। তাই ওই শিক্ষিকার বেতন কেটে নেওয়া উচিত হয়নি।