গ্রিন সিটি প্রকল্পে ১৩৭২ কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, সুফল পাবেন কারা


রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের উদ্যোগে বাংলায় গ্রিন সিটি প্রকল্পে ১৩৭২ কোটি টাকা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে সরকার সচেষ্ট। আর সেই লক্ষ্যেই গ্রিন সিটি তৈরিতে সরকার ভীষণভাবে জোর দিয়েছে।

সরকারের তরফে জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবর্ষে ৪৪৯ কোটি টাকা খরচ করা হয়েছিল। মোট ৩৩৪টি প্রকল্পে এই টাকা বিনিয়োগ করা হয়। ২০১৭-১৮ সালে মোট ১৭৯৮টি প্রকল্পে ৭১৩ কোটি টাকা নতুন করে বিনিয়োগ করা হয়েছে। আর এই অর্থবর্ষে এখনও অবধি ২৯৩টি প্রকল্পে ১৯৮ কোটি টাকা বিনিয়োগ করা হয়ে গিয়েছে।

সরকারের উদ্যোগে হওয়া এই গ্রিন সিটি প্রকল্পের সুফল সবচেয়ে বেশি পাবেন সাধারণ মানুষ। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপন, জল সংরক্ষণ, ইলেকট্রিক যানের ব্যবহার বাড়ানো, রাস্তায় এনইডি লাইট বসানো, বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানোর মতো নানা কাজ রয়েছে। যার সরাসরি সুফল আমজনতাই ভোগ করবে বলে সরকার জানিয়েছে।