মেক্সিকোয় ভেঙে পড়ল বিমান, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক


মেক্সিকোয় বিমানটি টেক-অফের সঙ্গে সঙ্গেই প্রবল হাওয়ার ঝাপটায় সেটি ভেঙে পড়ে। আগুন ধরে যায় বিমানে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী। আহত হয়েছেন বেশ কয়েকজন। 

উত্তর মেক্সিকোর দুরাঙ্গোয় ঘটেছে এই দুর্ঘটনা। দুরাঙ্গোর গভর্নর জোসে রোসাস মিলেনিও টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, টেক-অফের সঙ্গে সঙ্গেই বিমানটি অদ্ভুত গতিতে চলতে থাকে বলে জানিয়েছেন যাত্রীরা। তাঁরা জানিয়েছেন, তার ঠিক পরেই দুর্ঘটনাটি ঘটে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুনের কুণ্ডলীও চোখে পড়ে। স্থানীয়দের মতে, দুর্ঘটনায় আহত হন প্রায় ৮০ জন।

দেশের পরিবহণমন্ত্রী জেরারদো রুইজ এসপারজা জানিয়েছেন, ৯৭জন যাত্রী ও ৪জন ক্রু-কে নিয়ে বিমানটি দুরাঙ্গো থেকে মেক্সিকো সিটিতে যাচ্ছিল। স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে গিয়েছে জরুরি পরিষেবা বিভাগ, সেনাবাহিনী ও রেড ক্রস। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এরোমেক্সিকো।